December 3, 2023, 6:32 am
যমুনা নিউজ বিডিঃ দায়িত্ব পাওয়ার প্রথম দিনই ভারতীয় সেনাদের দেশ থেকে তাড়ানোর প্রক্রিয়া শুরু করব বলে ঘোষণা দিলো মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও চীনপন্থি নেতা মোহামেদ মুইজ্জু। সোমবার মালেতে এক সমাবেশে এ কথা বলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস।
সমাবেশে মোহামেদ মইজ্জু বলেন, মালদ্বীপের মানুষ বিদেশি সেনাদের দেশের ভেতরে থাকতে দেওয়ার অনুমতি দিতে চাইছে না।
এর আগে নির্বাচনী ইশতেহারে মালদ্বীপের রাজধানী মালের সাবেক মেয়র মোহামেদ মইজ্জু জানিয়েছে, দেশে আর ভারতীয় সেনা রাখবেন না।
গত শনিবার মালদ্বীপে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিরোধী দল প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীভসের (পিপিএম) প্রার্থী মোহামেদ মইজ্জু। অন্যদিকে ৪৬ দশমিক ২৭ শতাংশ ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।
অনেকের কাছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ভারতপন্থি হিসেবে পরিচিত।