October 4, 2024, 10:57 am
যমুনা নিউজ বিডিঃ রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের লভিভ অঞ্চলের একটি সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়েছে। আঞ্চলিক গভর্নর মাকসিম কজিতস্কি টেলিগ্রাম পোস্টে এই তথ্য জানান। রবিবার (১৫ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া পূর্ব ইউক্রেনে হামলা জোরদার করেছে। তবে লভিভের মতো ইউক্রেনের পশ্চিমাঞ্চলে বিক্ষিপ্ত হামলা অব্যাহত রেখেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
কজিতস্কি আরও বলেন, লভিভ অঞ্চলে চারটি শত্রুর ক্ষেপণাস্ত্র একটি সামরিক অবকাঠামোতে আঘাত করেছে। স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রাথমিক তথ্য অনুসারে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইউক্রেনের এই গভর্নর বলেন, ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা দুইটি ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৮১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত ক্রমশ জোরদার হয়েছে।