April 29, 2024, 10:15 am

ক্লান্ত অবস্থায় কি মসজিদে ঘুমানো যাবে কী?

যমুনা নিউজ বিডিঃ ক্লান্ত অবস্থায় কি মসজিদে ঘুমানো যাবে? যদি ঘুমানো যায়, তাহলে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে?

মুসাফির ও ইতিকাফকারী ছাড়া অন্যদের জন্য মসজিদে ঘুমানো মাকরুহ। তবে ঘটনাক্রমে কোনো মুসল্লি ক্লান্ত অবস্থায় মসজিদে ঘুমাতে চাইলে ইতিকাফের নিয়তে ঘুমানোর সুযোগ আছে। যদিও মসজিদে না ঘুমানো উত্তম। সর্বাবস্থায় মসজিদে ঘুমানোর ক্ষেত্রে মসজিদের আদবের প্রতি লক্ষ রেখে মোটা কাপড় বিছিয়ে এমনভাবে ঘুমাবে, যাতে কোনো মুসল্লির ইবাদতে বিঘ্নতা সৃষ্টি না হয়।

(বুখারি, হাদিস : ৪৪০, ফয়জুল বারি : ২/৬৭, রদ্দুল মুহতার : ১/৬৬১)

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD