May 19, 2024, 1:25 am

News Headline :
বগুড়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর সমর্থককে জরিমানা বগুড়ায় ১৪০টি ৫শ’ টাকার জালনোটসহ কারবারি গ্রেপ্তার বগুড়ায় আলী হাসান হত্যা মামলার মূল আসামি সবুজ সওদাগর গ্রেপ্তার গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে ভাতিজি খুন হুটার-হাইড্রোলিক হর্ন ব্যবহার করলেই ব্যবস্থা বগুড়ায় বিভিন্ন গাড়ি থেকে হাইড্রোলিক হর্ন খুলে নিল পুলিশ দেশে সবার অন্তত ২ কাঠার জমি ও একটি ঘর থাকবে: প্রধানমন্ত্রী বগুড়ায় স্কুল ব্যাগে মিলল ৫২০০ পিস ইয়াবা: যুবক গ্রেপ্তার বগুড়ায় সাথী কোল্ডষ্টোরেজ থেকে অবৈধ মজুদের ১ লাখ ডিম উদ্ধার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া সদর উপজেলা কমিটির ১৮তম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আশ্বাস পেয়ে শ্রেণিকক্ষে ফিরছেন শিক্ষকরা

যমুনা নিউজ বিডিঃ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। বুধবার (২ আগস্ট) থেকে তারা শ্রেণিকক্ষে ফিরছেন।

মঙ্গলবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ।

এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে শিক্ষকদের এ অনশন কর্মসূচি শুরু হয়। শোকের মাস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ পরে অনশন করেন শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে চলে এ আন্দোলন।

এ বিষয়ে বিটিএর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাঁচ মিনিটের জন্য দেখা করতে চাই। দেখা না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে। এতে যদি আমাদের মৃত্যু হয়, হোক; তবুও অনশন বন্ধ হবে না।

‘আমাদের আন্দোলনে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদেরও সমর্থন রয়েছে। কারণ, জাতীয়করণ হলে সবাই উপকৃত হবে।’

সকাল ৮টার পর থেকেই শিক্ষকরা জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

শিক্ষকদের অবস্থানের কারণে পুরানা পল্টন থেকে হাইকোর্ট অভিমুখী সড়কের কদম ফোয়ারা পর্যন্ত রাস্তার একপাশ বন্ধ হয়ে যায়। এসময় বৃষ্টি মাথায় নিয়েও অনশন চালিয়ে গেছেন শিক্ষকরা। জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বক্তব্য-স্লোগানে সারাদিন মুখরিত ছিল প্রেসক্লাব প্রাঙ্গণ।

তবে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের আমন্ত্রণে আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে যান শিক্ষক নেতারা। রাত ৮টার দিকে সভায় বসেন তারা। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক উপকমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শেখ কাওছার বলেন, ‘আমাদের মূল দাবি ছিল সরকারি-বেসরকারি স্কুলের মধ্যে যে বৈষম্য রয়েছে, সেটি দূর করতে হবে।’

প্রসঙ্গত, বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষকরা। আন্দোলনের ২১তম দিন সোমবার (৩১ জুলাই) তারা আমরণ অনশন করার ঘোষণা দেন। মঙ্গলবার শোকের মাসের শুরুর দিন থেকে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেন শিক্ষকরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD