September 26, 2023, 10:04 pm

জাপান সাগরে চীন-রাশিয়ার যৌথ মহড়া

যমুনা নিউজ বিডিঃ কৌশলগত জলপথের নিরাপত্তা রক্ষার লক্ষ্যে জাপান সাগরে রাশিয়ার নৌ ও বিমানবাহিনীর আকাশ ও সমুদ্র মহড়ায় অংশ নিচ্ছে চীনা নৌবাহিনীর একটি জাহাজের বহর।

আজ রোববার জাপান সাগরে চীনা সামরিক বাহিনীর জাহাজের মহড়ায় অংশ নেওয়ার এই তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

জাপান সাগরে নর্দার্ন ইন্টারঅ্যাকশন-২০২৩ নামের এই মহড়া শুরু করেছে মস্কো। মহড়ার মাধ্যমে চীন-রাশিয়ার সামরিক সহযোগিতা যে আরও জোরদার হচ্ছে সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে রোববার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পাঁচটি রণতরী ও চারটি হেলিকপ্টারবাহী জাহাজের সমন্বয়ে চীনের সামরিক বাহিনীর জাহাজের বহর পূর্বাঞ্চলীয় কিংডাও বন্দর ত্যাগ করেছে। জাহাজের এই বহর জাপান সাগরের ‘পূর্ব নির্ধারিত এলাকায়’ রুশ বাহিনীর সঙ্গে মিলিত হবে।

এর আগে শনিবার দেশটির এই মন্ত্রণালয় বলেছিল, জাপান সাগরে অনুষ্ঠিতব্য মহড়ায় রাশিয়ার নৌ ও বিমানবাহিনী অংশ নেবে। রাশিয়ার সামরিক বাহিনীর দুই রণতরী গ্রোমকি ও সোভারশেন্নি জাপান সাগরের ওই মহড়ায় অংশ নিচ্ছে।

চলতি মাসের শুরুর দিকে সাংহাইয়ে চীনা নৌবাহিনীর সাথে সাগরে পারস্পরিক যোগাযোগ, বিপর্যকর মুহূর্তে উদ্ধারসহ বিভিন্ন বিষয়ে পৃথক প্রশিক্ষণ পরিচালনা করে রাশিয়ার সামরিক বাহিনী।

সাংহাইয়ের বন্দরে নোঙর করার আগে ওই রণতরী দুটি তাইওয়ান এবং জাপানের পাশ দিয়ে যাত্রা করে। পরে তাইপে ও টোকিও রাশিয়ার রণতরীর গতিবিধি পর্যবেক্ষণ করে।
খবর রয়টার্স

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD