September 24, 2023, 4:33 am

চাটমোহরে তিন লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ জুলাই) পাবনার চাটমোহরে তিন লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এদিন সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিনের নেতত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ডিকশীর বিল থেকে তিন লক্ষাধিক টাকা মূল্যমানের কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় শরৎগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ মাহমুদুন নবী, খামার ব্যবস্থাপক আব্দুল খালেকসহ অন্যনরা  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD