September 26, 2023, 11:22 pm
যমুনা নিউজ বিডিঃ আওয়ামী লীগের শান্তি সমাবেশের শুরুতেই দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তা চেয়ার ছোড়াছুড়ি করে দুই পক্ষ।
বুধবার (১২ জুলাই) দুপুরে সমাবেশ শুরুর সময় মঞ্চের সামনে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ ঘটনার সূত্রপাত হয়। দ্বন্দ্বে জড়ানো নেতাকর্মীরা পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফর সমর্থক বলে জানা গেছে।
মারামারির এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়া শুরু হলে মঞ্চ থেকে সবাইকে বার বার বসে পড়ার জন্য আহ্বান জানান মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন। তিনি বলেন, আমাদের মহানগরের নেতাকর্মীরা যারা সামনে আছেন, সবাই চেয়ারে বসে পড়ুন। আপনারা বিশৃঙ্খলা করবেন না।