September 27, 2023, 9:17 am

বগুড়ায় সাংবাদিককে হুমকি দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় জিডি

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় সরকারি খাদ্য বান্ধব (১০ টাকা কেজি) কার্ডের চাল চেয়ারম্যানের বাড়ির সামনে বিক্রি করার ভিডিও করায় এক সাংবাদিককে মামলা দেওয়ার হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত মঙ্গলবার (১১ জুলাই) দৈনিক সরেজমিন বার্তার ও সাপ্তাহিক অপরাধ দমন পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি ফয়সাল হোসাইন সনি, চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপনের বিরুদ্ধে সারিয়াকান্দী থানায় সাধারণ ডায়েরি করেছে। যার জিডি নং ৬৩৬।

জিডি সূত্রে জানা যায়, বগুড়া জেলার সারিয়াকান্দী উপজেলার ১২ নং ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন (৪৫) তার বাড়ির সামনে সরকারি খাদ্য বান্ধব (১০ টাকা কেজি) কার্ডের চাল বিক্রি করার ভিডিও করায় দৈনিক সরেজমিন বার্তার ও সাপ্তাহিক অপরাধ দমন পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি ফয়সাল হোসাইন সনিকে ভয়ভীতি ও মামলা দেওয়ার হুমকি দেয়। সকল তথ্য প্রমাণসহ আরো ৩ জন সঙ্গে ছিল, সেই সাথে স্থানীয় মানুষ বাড়ির সামনে চাল বিক্রি করতে দেখেছে। সত্যর পক্ষে কাজ করায় সনিকে এই হুমকি দিলে নিরাপত্তার সুবাদে থানায় সাধারণ ডায়েরি করে। উল্লেখ্য, ২৬ শে জুন সোমবার ১ টার দিকে ১২ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপনের বাড়ির সামনে ১০ কেজি চাল বিতরণের সময় সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে কেনা বেচার ভিডিও চিত্র। ভিডিও ধারণ করলে তার চেলাদের কে দিয়ে সাংবাদিক কে তার অফিসে ডেকে নিয়ে গিয়ে লাঠি দিয়ে মেরে হাত পা ভেংগে ফেলার হুমকি দেন।

সারিয়াকান্দী থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তীর কাছে অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাংবাদিক সনি জিডি করেছে। বিজ্ঞ আদালতে তদন্তের জন্য অনুমতি চেয়ে আবেদন করেছি, অনুমতি দিলে তদন্ত করব, তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায়,আইনী প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD