September 26, 2023, 11:44 pm
যমুনা নিউজ বিডিঃ সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১১ জুলাই) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রেবেকা মমিনের মৃত্যুতে আমি হারালাম একজন ঘনিষ্ঠ সুহৃদ ও জনগণ হারালো তাদের একজন একনিষ্ঠ সেবককে।
শোক বার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার (১১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেবেকা মোমিন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ছিলেন রেবেকা মমিন।
আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সাবেক সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মমিনের সহধর্মিণী রেবেকা মমিন ২০০৪ সালে স্বামীর মৃত্যুর পর ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
পরে ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে টানা তিনবার তিনি ওই আসন থেকে এমপি নির্বাচিত হন। রেবেকা মমিন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন