September 27, 2023, 8:56 am
ষ্টাফ রিপোর্টারঃ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে বগুড়ায় দুই দোকানীকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ জুলাই) বেলা ১২ টার দিকে শহরের কলোনী এলাকায় এক অভিযানে এ অর্থদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল।
এসময় বগুড়া পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর শাহ্ আলী খাঁনের উপস্থিতিতে জামিল মাদ্রাসার গেট এলাকায় অবস্থিত সুলতান ট্রেডাসকে ৩ হাজার টাকা ও মেসার্স মালিহা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা সহ মোট ৮ হাজার টাকা জরিমান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল বলেন, ‘ওই দুটি প্রতিষ্ঠান সরকার নির্ধারিত বাজার মূল্যের চাইতে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করছিলো। যা ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় দণ্ডনীয় অপরাধ। তাই আইন লঙ্ঘন করার অপরাধে ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়। এছাড়াও পরবর্তীতে আইন লঙ্ঘন করে অধিক দামে পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।’
অভিযানে বগুড়া জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।