September 27, 2023, 9:42 am

পাকিস্তানে বন্যায় ৮৬ জনের মৃত্যু

যমুনা নিউজ বিডিঃ পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাত ও ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ৮৬ জনের মৃত্যু হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় মারা গেছে ছয়জন। গত ২৫ জুন থেকে শুরু হওয়া ভারী বর্ষণ এখনও অব্যাহত রয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ জুলাই) দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছে তাদের মধ্যে তিনজন সিন্ধ প্রদেশের এবং বাকি তিনজন পাঞ্জাবের। এ সময়ের মধ্যে আরও অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন।

গত ২৫ জুন থেকে শুরু হওয়া বন্যায় দেশটির বিভিন্ন প্রদেশে ৮৬ জন মারা গেছেন। এর মধ্যে পাঞ্জাবেই মৃত্যু হয়েছে ৫২ জনের। এরপর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে খাইবার পাখতুনখোয়ায়। প্রদেশটিতে মারা গেছে ২০ জন। এর বাইরে বেলুচিস্তানে ছয়জন, সিন্ধে পাঁচজন এবং আজাদ কাশ্মীরে তিনজন মারা গেছে। মৃত ৮৬ জনের মধ্যে ৩৭ জনই শিশু।

এনডিএমএ কর্তৃপক্ষ জানায়, বৃষ্টিপাত শুরুর পর থেকে অন্তত ১৫১ জন নানাভাবে আহত হয়েছেন। তাদের মধ্যে ৫৬ জন পুরুষ, ৪৩ জন নারী এবং ৫২ শিশু। এ ছাড়া বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ৯৭টি ঘর ভেসে গেছে।

দেশটির বন্যার পূর্বাভাসে বলা হয়েছে, রাভি নদীর তীরবর্তী জাসার জেলায় বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে। পাশাপাশি চেনাব নদীর অববাহিকায়ও মধ্যম মাত্রার বন্যার ঝুঁকি রয়েছে।

সূত্র : এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD