September 26, 2023, 11:33 pm

পরীমণি-রাজের সংসার আর জোড়া লাগছে না!

যমুনা নিউজ বিডিঃ ছবি ও ভিডিও ফাঁস-কাণ্ডে পরীমণির সঙ্গে থাকছেন না শরিফুল রাজ। এর আগে বেশ কয়েকবার তাদের মধ্যে বিচ্ছেদের সম্ভাবনা দেখা দিলেও পরে তা মিটমাট হয়ে গেছে। তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ওই ঘটনার কয়েকমাস পেরিয়ে গেলেও আবহাওয়া ঠান্ডা হয়নি।

সাধারণত পরীমণি ও রাজ প্রতি মাসে ছেলে রাজ্যর জন্মদিন পালন করেন। তবে এবার ১১ মাস পূর্তির দিনে তাদের একসঙ্গে দেখা যায়নি।

এর আগে ঈদের সময়টায়ও ছিলেন না রাজ। এর মধ্যে রাজ্যর অসুস্থতায় হাসপাতালেও ছুটতে হয় পরীকে। ওই সময়টায় রাজ ছিলেন মালদ্বীপে।

২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে বিয়ে করেন পরীমণি ও রাজ। পরের বছর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

রাজের সঙ্গে কয়েকদিন আগে তার বান্ধবী অভিনয়শিল্পী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে একাধিক ব্যক্তিগত ভিডিও ক্লিপ ও স্থিরচিত্র ফাঁসের ঘটনায় চিত্রনায়িকা স্ত্রী পরীমণির সঙ্গে জটিলতা তৈরি হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD