September 27, 2023, 9:38 am
নিজস্ব প্রতিবেদক : আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য সেবা নিশ্চিত ও নানা ধরনের সামাজিকমুলক কাজের মধ্য দিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে দেশের সর্ববৃহত ঋন দানকারি বেসরকারি সংস্থা আশা। এরই ধারাবাহিকতায় রাজশাহীর বায়া বাজারে তিন দিনব্যাপী ফিজিওথেরাপী ক্যাম্প এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯ টায় বায়া বাজার আশা’র ব্রাঞ্চে সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদের সভপাতিত্বে ও আশার সহকারী ব্যবস্থাপক কামারুজ্জামানের সঞ্চালনায় ফিজিওথেরাপী ক্যাম্পের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গ্লোবাল ইসলামী ব্যাংক বায়া বাজার শাখার ব্যবস্থাপক সাকিল উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী মঈন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, আশা’র নওহাটা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার চাঁদ মাহমুদ, আশা’র বায়া বাজার শাখার ব্যবস্থাপক মোসা: জান্নাতুন ফেরদৌস, আশার কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট বৃষ্টি সুত্রধর সহ আশা’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সেবাগ্রহিতরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সমাজের নানা শ্রেণী পেশার মানুষ সকাল থেকেই তাদের অসুস্থতা জনিত সমস্যা নিয়ে এ ক্যাম্পে হাজির হচ্ছেন। আশার কর্তব্যরত চিকিৎসক রোগীর সমস্যা চিহ্নিত করে চিকিৎসা বিজ্ঞানের ফিজিওথেরাপির এই বিশেষ চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করছেন। এতে করে চিকিৎসানিতে আসা এসব রোগীরা ফিজিওথেরাপির বিশেষ ব্যায়ামের মাধ্যমে অনেকটা সুস্থতা অনুভব করছেন।