September 26, 2023, 4:49 am

যে কারণে ‘ক্যাসিনো’ নিয়ে মন খারাপ নিরবের

যমুনা নিউজ বিডিঃ ঈদে ১৬ হলে মুক্তি পেয়েছে সৈকত নাসির নির্মিত ও নিরব অভিনীত সিনেমা ‘ক্যাসিনো’। ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির পর থেকেই অভিনেতাকে প্রশংসায় ভাসাচ্ছেন দর্শকরা। মূলত দেশের অর্থ অবৈধভাবে বিদেশে পাচারের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে সিনেমার গল্প।

সিনেমাটি প্রসঙ্গে নিরব বলেন, এখন পর্যন্ত ক্যাসিনো সিনেমাটি যারা দেখেছেন, তারা সবাই প্রশংসা করেছেন।

সিনেমাটি নিয়ে একটাও খারাপ মন্তব্য শুনিনি।

তবে ঈদে জ্বরের কারণে অনেক জায়গায় যেতে না পারায় দর্শক-ভক্তদের সঙ্গে সিনেমাটি উপভোগ করতে পারেননি নিরব। এতে ভীষণ খুব মন খারাপ হয়েছে এই অভিনেতার।

এ ছাড়া নিরব আরও বলেন, ব্লকবাস্টার সিনেমা ও স্টার সিনেপ্লেক্সে প্রথম দিকে বেশ ভালো চলেছে ‘ক্যাসিনো’। অনেক শো হাউসফুল গেছে। কিন্তু পরের দিকে শো কমে গেছে। এটা পরিপূর্ণ বিনোদনমূলক বাণিজ্যিক সিনেমা। তাই সিনেমাটি সব ধরনের দর্শকদের কাছে ভালো লাগবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, ‘ক্যাসিনো’ সিনেমায় নিরব-শবনম বুবলী ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, ডন, দিলরুবা দোয়েল, নিপা আহমেদ রিয়েলিসহ অনেকেই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD