September 26, 2023, 11:36 pm

ওসিএ সভায় যোগ দিতে ব্যাংককে গেলেন সেনাপ্রধান

যমুনা নিউজ বিডিঃ এশিয়া অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) ৪২তম সাধারণ সভায় যোগ দিতে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শুক্রবার (৭ জুলাই) তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আগামী ৮ জুলাই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ব্যাংককে ওসিএর ৪২তম সাধারণ সভায় যোগ দেবেন। সভায় অংশগ্রহণ ছাড়াও তিনি ওসিএর নির্বাহী কমিটি নির্বাচনে (২০২৩-২০২৭ সাল) ভোট দেবেন। সেখানে বিভিন্ন দেশের অতিথিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন তিনি।

সফর শেষে আগামী ১১ জুলাই সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদের ঢাকায় পোঁছানোর কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD