October 3, 2023, 12:59 pm
স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের উপকণ্ঠে মাটিডালী এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে আল ইমরান নামে এক যুবক নিহত হয়েছে।
৬ জুলাই বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে। বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো,শাহিনুজ্জামান জানিয়েছেন, আল ইমরান তার এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে সদরের নওদাপাড়ায় মম ইন ইকোপার্ক থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
এ সময় বগুড়া রংপুর সড়কে মাটিডালি এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তিনি ও তার বন্ধু রাস্তায় পড়ে যান। তখন পিছন থেকে আসা একটি ট্রাক আল ইমরানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আল ইমরান (২৩) নিহত হন।
এছাড়া গুরুতর আহত হন তার ওই বন্ধু। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। নিহত আল ইমরান বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর গড়িয়ার গ্রামের ইয়াসিন আলীর ছেলে। আহত তার বন্ধুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্সপেক্টর শাহিনুজ্জামান আরো জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়েছে।