September 26, 2023, 5:07 am
পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বাঁশের তৈরি ফাঁদ ব্যবহারের ফলে বিভিন্ন প্রজাতির দেশিয় মাছের পোনা ও মাছ উৎপাদন কমে যাচ্ছে। গ্রামগঞ্জে বাঁশের তৈরি ঢেল, ডেরু, চাটায়, খোলইসহ এসব বিভিন্ন নামের ফাঁদ জলাশয়ে পেতে মাছের বংশ নষ্ট করছে এক শ্রেণির অসাধু শিকারিরা।
অন্যদিকে বিভিন্ন খালে ও ডোবায় অধিকহারে কীটনাশক ব্যবহারের কারণে মাছের বংশ বিস্তার করতে পারছে না। এসব অবৈধ ফাঁদ প্রতিরোধ করতে না পারলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন কমে যাবে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন হাট বাজারে অবৈধভাবে বাঁশের তৈরি ফাঁদ বিক্রি করে থাকে স্থানীয় ব্যবসায়ীরা।
বৈশাখ থেকে ভাদ্র মাসের শেষ পর্যন্ত উপজেলার পৌরসভাসহ ৮টি ইউনিয়নের ধানের জমি ও খাল-বিল, ডোবা-নালা ও নদীতে বাঁশের ফাঁদ পেতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ ও ডিমওয়ালা মাছ শিকার করা হয়। সরকারি নিয়ম অনুযায়ী মাছ শিকারের জন্য ব্যবহৃত নিয়ম-কানুন না মেনে অবৈধভাবে ফাঁদ পেতে মাছ শিকারের মেতে উঠেছে অসাধু শিকারিরা।
এই সকল অসাধু শিকারিরা দুই সুতা পরিমাণ ফাঁকা রেখে বাঁশের ফাঁদ তৈরি করে ব্যবহার করছে। ফলে দেশিয় প্রজাতির মাছের বংশ হয়ে আর দেশি মাছের প্রজনন কমে যাচ্ছে। অন্যদিকে এ অঞ্চলের মানুষের মাছের আকাল দিন দিন বেড়েই চলেছে।
এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, বাঁশের তৈরি ফাঁদ দিয়ে মাছ শিকারের কারণে এই অঞ্চলে দেশিয় প্রজাতির মাছের উৎপাদন কমে যাচ্ছে। তবে এই বাঁশের ফাঁদগুলো ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য উপজেলার বিভিন্ন হাট-বাজারে এবং খালগুলোতে আগামী কয়েকদিনের মধ্যে অভিযান পরিচালনা করা হবে।