September 26, 2023, 11:07 pm
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত একটি পিকআপে অগ্নিকান্ড ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে বাঁচে যান ১৫-১৬ জন যাত্রী।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার খাড়াজোড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পিকআপটি টাঙ্গাইল থেকে যাত্রী নিয়ে গাজীপুরের দিকে আসছিলো।
ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা জানান, একটি পিকআপ টাঙ্গাইল বাইপাস এলাকা থেকে ১৫-১৬ জন যাত্রী নিয়ে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা হয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে উপজেলার খাড়াজোড়া রেলওভার ব্রিজের ওপর পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। পিকআপ চালক টের পেয়ে থামিয়ে দিলে পেছনে ও চালকের পাশে থাকা যাত্রীরা দ্রুত নেমে যান। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তারা। খবর পেয়ে কালিয়াকৈর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটেই আগুন নিয়ন্ত্রণ করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ পরিদর্শক আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।