September 27, 2023, 7:40 am

নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা থেকে মিলন হোসেন (৪০) নামে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত মিলন নাটোর সদরের মল্লিকহাটি মহল্লার মুসা মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভট্টপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফরহাদ হোসেন জানান, এক স্কুলছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতো মিলন। বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাবও দিতো। রাজি না হলে গত ৫ জুন মিলন তার দুইজন সহযোগীর সহায়তায় স্কুলছাত্রীকে ধর্ষণ করে।

ঘটনার পরদিন ভুক্তভোগী সদর থানায় মিলন ও তার সহযোগীদের আসামি করে ধর্ষণ ও চুরির মামলা করে। মামলা হওয়ার পর গ্রেফতার এড়াতে প্রতিনিয়ত স্থান পরিবর্তন করছিল মিলনসহ তার সহযোগীরা। তথ্য প্রযুক্তির সহায়তায় মিলনকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD