September 26, 2023, 5:54 am
পিরোজপুর প্রতিনিধি: প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য ভ্রমণপিপাসু মানুষ প্রতিনিয়ত ছুটে চলেছে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে। তাদের পথ চেয়ে আছে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বিভিন্ন খাল ও নদীর ওপর ভাসমান হাট। এসব হাটে উদয়-অস্ত চলে বেচাকেনা। আবার কোনো কোনো হাট চলে মধ্যরাত পর্যন্ত। কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় কোনো কোনো হাটের কেনাবেচা। কোথাও পেয়ারার বাজার, কোথাওবা ধান, চাল, সবজি, চারা, ফুল বা মাছের বাজার। এ ছাড়া রয়েছে বৃহত্তম ভাসমান গোলকাঠের বাজার।
নদীবেষ্টিত স্বরূপকাঠির ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় রয়েছে তিনটি বন্দরসহ ৩১টি বাজার। সুটিয়াকাঠি ইউনিয়নে তিনটি, সোহাগদল ইউনিয়নে তিনটি, বলদিয়া ইউনিয়নে ছয়টি, দৈহারী ইউনিয়নে তিনটি, গুয়ারেখা ইউনিয়নে চারটি, সারেংকাঠি ইউনিয়নে একটি, আটঘর কুড়িয়ানা ইউনিয়নে তিনটি, জলাবাড়ি ইউনিয়নে তিনটি, সমুদয়কাঠি ইউনিয়নে চারটি ও স্বরূপকাঠি পৌরসভায় একটি বাজার রয়েছে। প্রায় প্রতিটি বাজারের পাশ দিয়ে বয়ে গেছে কোনো-না কোনো নদী বা খাল। এসব খাল বা নদীতেই চলে পাইকারি ও খুচরা কেনাবেচা। দেশের সর্ববৃহৎ ভাসমান কাঠের বাজার প্রায় প্রতিদিন বসলেও বিশেষ করে সোম ও বৃহস্পতিবার হাটের দিনে বাজার হয় বৃহত্তর।
প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার বলদিয়া ইউনিয়নের পঞ্চবেকি বাজারসংলগ্ন খাল, সোহাগদলের এন ডব্লিউ মাধ্যমিক বিদ্যালয়ের পূর্বপাশে সুপারিতলা ও সুটিয়াকাঠি ইউনিয়নের কালীবাড়ি ঘোপে যে হাট বসে তার নাম বউ বাজার। কারণ এখানে বউ-ঝিরা ভাসমান বিক্রেতাদের কাছ থেকে মাছ-চাল-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয় করে থাকেন।
ধানের চারার হাট বসে সারেংকাঠি ইউনিয়নের করফা বাজারে সোম ও বৃহস্পতিবার, জলাবাড়ি ইউনিয়নে জলাবাড়ি বাজার রবি ও বুধবার, ইদলকাঠি বাজারে সোম ও শুক্রবার, সমুদয়কাঠি ইউনিয়নের শশিদ বাজারে শনিবার, সাগরকান্দা বাজারে মঙ্গলবার। চালের ভাসমান বাজার বসে সুটিয়াকাঠি ইউনিয়নের মিয়ারহাট, স্বরূপকাঠি লঞ্চঘাট-সংলগ্ন সন্ধ্যা নদীতে সোম ও বৃহস্পতিবার।
সুপারির হাট বসে জলাবাড়ি ইউনিয়নের ইদলকাঠি বাজারে সোম ও শুক্রবার, জলাবাড়ি বাজারে রবি ও বুধবার, সমুদয়কাঠি ইউনিয়নের শশিদ বাজারে শনিবার ও সাগরকান্দা বাজারে মঙ্গলবার হাট বসে।
নৌকার হাট বসে আটঘর কুড়িয়ানা ইউনিয়নের আটঘর বাজারে সোম ও শুক্রবার, বলদিয়া ইউনিয়নের চামি একতা বাজারে শনি ও মঙ্গলবার, মিয়ারহাট বন্দরে সোম ও শুক্রবার। ভাসমান সবজির হাট প্রতিদিন সকালে প্রায় প্রতিটি বাজারেই বসে। আমড়ার হাট বলদিয়া ইউনিয়নের ১৪ রশি (উড়িবুনিয়া) বাজারে রবি ও বুধবার। নারিকেলের ছোবড়া ও পাপশের হাট বসে মিয়ারহাট বন্দরে সোম ও বৃহস্পতিবার।