September 26, 2023, 5:50 am

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব, সাধারণ সম্পাদক রনি

যমুনা নিউজ বিডি:  বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪১তম জাতীয় সম্মেলনে রাগীব নাঈম সভাপতি ও রাকিবুল রনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল ৯ জুন (শুক্রবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশন রাগীব নাঈমকে সভাপতি, রাকিবুল রনিকে সাধারণ সম্পাদক ও তামজিদ হায়দারকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ও ১৪১ সদস্য বিশিষ্ট জাতীয় পরিষদ নির্বাচন করেছে।

উল্লেখ্য বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪১তম জাতীয় সম্মেলন গত ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র সমাবেশের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। ২০২০ সালে অনুষ্ঠিত ৪০তম জাতীয় সম্মেলনে সংগঠিত বিভাজন নিরসনে এবারের সম্মেলনকে ঐক্য সম্মেলন হিসেবে ঘোষণা করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD