October 3, 2023, 2:47 pm
যমুনা নিউজ বিডি: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৮০০ গ্রাম কোকেনসহ একজন ভারতীয় নাগরিক গ্রেফতার করা হয়েছে। তিনি মিজোরামের নাগরিক বলে জানা গেছে।
শনিবার (১০ জুন) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান।
তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারফ্রেইট সার্কেল (আমদানি কার্গো কমপ্লেক্স) এলাকা থেকে ১ হাজার ৮০০ গ্রাম কোকেন জব্দ করা হয়। এসময় কোকেন বহনের দায়ে ভারতীয় এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
শফিকুর রহমান আরও বলেন, এ বিষয়ে আজ সকাল সাড়ে ১১টায় কাস্টমস গোয়েন্দার কাকরাইল প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে মহাপরিচালক এ বিষয়ে তুলে ধরবেন।