September 24, 2023, 4:30 am
ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় দেশের স্টোরেজ ব্যাটারি প্রস্তুত ও রপ্তানিকারক শীর্ষ শিল্প প্রতিষ্ঠান পান্না গ্রুপের উত্তরাঞ্চল বিভাগীয় পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের বগুড়া মমইন কনভেনশন সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পান্না গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন। বক্তব্যে তিনি বলেন, করোনা এবং রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে আমরা আপনাদের সকলের সহযোগিতায় আমাদের উৎপাদন অব্যাহত রেখেছি। করোনাকালীন সময়ে দেশে অনেক শিল্প প্রতিষ্ঠানের বহু কর্মচারী চাকরিচ্যুত ও বেতন বন্ধ রাখলেও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েও আমরা মানবিক কারণে তা করিনি। আমরা আমাদের কর্মকর্তা, কর্মচারীদের করোনাকালীন সময়ে সরকারের সকল নিয়মকানুন মেনেই সীমিত আকারে হলেও উৎপাদন অব্যাহত রেখেছিলাম।
তিনি আরো বলেন, করোনার কারণে গত ৩/৪ বছরে আমাদের ব্যবসা-বাণিজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি পুষিয়ে উঠতে না উঠতেই আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যা আমাদের ব্যবসা-বানিজ্যে মারাত্মক ক্ষতির সম্মুখীন করছে। “বাঁধ ভাঙার প্রত্যয়” এই শ্লোগানে উজ্জীবিত হয়ে আমরা আমাদের সকলের সম্মিলিত পরিশ্রমে আবার ঘুরে দাঁড়াতে পারবো বলে আশা করছি।
পরিবেশক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আশরাফুল হক, গ্রুপ সিইও মো. আবু সায়েদ, জিএম সেলস এন্ড মার্কেটিং অজয় কুমার দাসসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই সম্মেলনে রাজশাহী ও রংপুর বিভাগের দুই শতাধিক পরিবেশক অংশ নেয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।