September 28, 2023, 12:09 am
স্টাফ রিপোর্টার: পুলিশের কথিত সোর্স সাজাপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৭ জুন) গভীর রাতে সদর থানা পুলিশের একটি টিম শহরের উপকণ্ঠে সবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেফতার করে। সাইফুল বগুড়া সদরের নামুজা বগার পাড়ার সাহেব আলীর ছেলে। আজ বৃহস্পতিবার (৮ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সদর থানার এসআই জরুল ইসলাম জানান, ধৃত সাইফুলের বিরুদ্ধে জালিয়াতি মামলায় ছয় মাসের কারাদন্ড ও পাঁচ লাখ ১০হাজার টাকা জরিমানা করা হয়। গত ১৭ আগস্ট বগুড়ায় যুগ্ম আদালতে মামলার রায়ে তার এই সাজা দেন বিচারক। কিন্তু রায় ঘোষণার দিনে সাইফুল আদালতে উপস্থিত ছিল না। তার অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়। পরে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হলে সে পলাতক ছিল। সাবগ্রামে আত্মগোপন করা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় লোকজনের অভিযোগ সাইফুল পুলিশের সোর্স বলে পরিচিত ছিল। পুলিশের ভয় দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে সে চাঁদা আদায় করে আসছিল।