September 27, 2023, 9:45 am

গাবতলীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

গাবতলী প্রতিনিধিঃ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনূর্ধ্ব (১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা অনূর্ধ্ব (১৭)-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার বেলা ৫টায় গাবতলী পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলা উপজেলার ১২ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ১৩টি দল নিয়ে খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান-আল-ইমরান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইমলাম মুক্তা ও রেকসেনা আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, নাড়ুয়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, নশিপুর ইউপি চেয়ারম্যান রোকন তালুকদার, ইউএনও অফিসে সহকারী আমিরুল ইসলাম, উপজেলা খেলোয়ার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান লজিক ও আল-আমিন মাষ্টার। উদ্বোধনী খেলায় নাড়ুয়ামালা ইউনিয়নকে ০২-০১ গোলে পরাজিত করে গাবতলী সদর ইউনিয়ন জয়লাভ করে। খেলা পরিচালনা করেন রেফারি শফিক, আবু বক্কর ও মিন্টু।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD