September 26, 2023, 6:13 am

রাজবাড়ীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

যমুনা নিউজ বিডিঃ রাজবাড়ীর সদর উপজেলার পাচুঁরিয়া ইউনিয়নে বৃষ্টির আশায় সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি বা পানির জন্য প্রার্থনা করা হয়।

বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ৭টায় ওই ইউনিয়নের ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার মাঠে বিশেষ এ নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম্মনির বিশেষ নামাজের ইমামতি করেন।

মাদরাসার মাঠে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার সকালে মাদরাসার শিক্ষক, ছাত্র ও এলাকাবাসীসহ পাঁচ শতাধিক মুসুল্লি নামাজে অংশগ্রহণ করেন। নামজ শেষে অশ্রুসিক্ত কণ্ঠে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করা হয়।

অধ্যক্ষ আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম্মনির জানান, তাপমাত্রা বেড়ে যাওয়াতে মানুষসহ পশুপাখির কষ্ট হচ্ছে। তাই বৃষ্টির জন্য আমরা বিশেষ নামাজ আদায় করেছি। আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চেয়েছি। তিনি যেন আমাদের সবার গুনাহ ক্ষমা করে দিয়ে, আমাদের মাঝে বৃষ্টি দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD