September 26, 2023, 6:47 am

বগুড়ার সেউজগাড়িতে হেলিকপ্টার অবতরণ

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের সেউজগাড়ি পালপাড়ায় একটি হেলিকপ্টার অবতরণকে ঘিরে কৌতুহল মানুষের ভিড় জমে।

আজ বুধবার (৭ মে)  বেলা  সাড়ে ১১ টার দিকে হেলিকপ্টারটি পালপাড়ায় বালুর মাঠে অবতরণ করে। এ সময় হেলিকপ্টারটি দেখার জন্য হাজারো শিশু-কিশোর, নারী-পুরুষ সেখানে ছুটে যায়। হেলিকপ্টারটি স্বচক্ষে দেখে শিশুরা উল্লাস প্রকাশ করে।

জানা যায়, সাবেক মন্ত্রী মরহুম মাহমুদুর রহমান চৌধুরীর ভাতিজা এমবিএম গ্রুপের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি ওয়াসিম রহমান চৌধুরী তাদের পৈত্রিক সাতানি বাড়িতে হেলিকপ্টারযোগে আসেন। এর আগে  তাকে বহনকারী বসুন্ধরা গ্রুপের ভাড়া করা হেলিকপ্টারটি ওই বালুর মাঠের অবতরণ করে। এ সময় মানুষের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়। তারা হেলিকপ্টার দেখতে সেখানে ভিড় করেন।  শুধু সেউজগাড়ি পালপাড়াই নয়, সবুজবাগ, মালগ্রাম জামিলনগর ,কামারগাড়িসহ বিভিন্ন এলাকা থেকেও মানুষ ছুটে আসে। এ সময় তারা খুব কাছ থেকে হেলিকপ্টারটি দেখে আনন্দ প্রকাশ করে। এ সময় সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করে স্টেডিয়াম ফাঁড়ির একদল পুলিশ। আজ বিকেল পাঁচটার দিকে হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD