September 24, 2023, 4:00 am

বাউফলে কোস্ট গার্ডের দিনব্যাপী ফ্রি চিকিৎসা প্রদান

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে ৭ শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে কোস্টগার্ডের উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (০৬ জুন) বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের উদ্যোগে উপজেলার কালাইয়া ইউনিয়নের ৮৫ নং উত্তর কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী এ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাইনী বিশেষজ্ঞ লে. কমান্ডার ইয়াসমিন আক্তার,মেডিকেল অফিসার লে. মো.জাহিদুল ইসলাম,কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির মোল্লা,কালাইয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো.কবিরুজ্জামান ও প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ।

দিনব্যাপী কর্মসূচী চলাকালে দুস্থঃদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সাধারণ মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আগামীতেও কোষ্ট গার্ডের উদ্যোগে এই ধরনের কর্মসূচী অব্যহত থাকবে দাবী করে সংস্থাটির স্টাফ অফিসার লে.হাসান মেহেদী বলেন, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা,অবৈধ মৎস্য আহরণ,মাদকদ্রব্য পাচার,চোরাচালান ও মানব পাচার রোধসহ স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশ কোষ্ট গার্ড।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD