admin
- Tuesday, June 6, 2023 / 66 বার পঠিত
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনে পাঠক নন্দিত জাতীয় দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার ৬ জুন দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠান করা হয়।
পাঠক নন্দিত জাতীয় দৈনিক যায়যায় দিন পত্রিকার বগুড়া শাজাহানপুর উপজেলা প্রতিনিধি আবদুল ওহাব এর সভাপতিত্বে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা খানম। আলোচনা সভায় জাতীয় দৈনিক যায়যায় দিন পত্রিকার ১৮ বছর পদার্পন উপলক্ষে পত্রিকাটির দীর্ঘায়ু কামনা এবং
সম্পাদক, সাংবাদিক ও বার্তা বিভাগে নিয়োজিত সকলকে শুভেচ্ছা জানানো হয়। সেই সাথে পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সংবাদ প্রকাশে ইতিবাচক বস্তুনিষ্ঠতার জন্য ভূয়সী প্রশংসা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো মোতারব হোসেন,
উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা নুসরাত জাহান তিথি, যুব উন্নয়ন কর্মকর্তা শাজাহান রেজা বক্তব্য রাখেন। এছাড়া উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকগন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।