October 4, 2024, 10:50 am

বগুড়ায় গনতন্ত্র মঞ্চের গাড়ি বহরে আওয়ামী লীগের হামলা, ২টি গাড়ি ভাংচুর–আহত ৫

ষ্টাফ রিপোর্টারঃ  বগুড়ার মোকামতলায় গনতন্ত্র মঞ্চের নেতা কর্মিদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। হামলা ও ইঁট বর্ষনের ঘটনায় ২ টি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এতে আইয়ুব আলী, ওসমান গনী, শরীফ উদ্দিন শওকত সহ ৩ জন আহত হন। ঘটনার বর্ণনা দিয়ে জেএসডির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সানোয়ার হোসেন জানান, সোমবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় পুর্ব নির্ধারিত কর্মসুচি অনুযায়ী জনসভা অনুষ্ঠিত হয়। তবে সরকারি দলের বাধার মুখে সভাটি পরিবর্তিত স্থানে অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবেই সভাটি শেষ হয়। শারীরিক অসুস্থতার কারণে সভার প্রধান অতিথি ও নাগরিক ঐক্যের প্রধান ভার্চুয়ালী যোগদেন এবং বক্তব্য রাখেন।

তিনি বলেন, জনসভায় জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য শেষ করার পর সন্ধ্যায় যখন নেতা কর্মিদের বহনকারী গাড়ি বহর বগুড়ার দিকে রওয়ানা দেয় তখনই গাড়িবহরে হামলা হয়। হামলায় আহতরা জানান, আওয়ামী লীগ নেতা কর্মিরা লাঠিসোঁটা নিয়ে হামলা করে এবং ইঁট পাটকেল নিক্ষেপ করে। হামলার শিকার দুটি গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। পরে রাত ৮টায় গনতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বগুড়া প্রেসক্লাবে এসে ঘটনার বিবরণ দেন। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এ্যাড,হাসনাত কাউয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী ও জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল বারী দীপন। উল্লেখ্য অস্থায়ী সরকারের অধিনে নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের দাবিতে ঢাকা- দিনাজপুর রোড মার্চের কর্মসুচির অংশ হিসেবে সোমবার এই জনসভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD