September 26, 2023, 4:42 am

সিডনিতে বগুড়ার মেয়র বাদশার সঙ্গে বগুড়া সমিতি অস্ট্রেলিয়ার নেতাদের মতবিনিময়

বিশেষ প্রতিনিধিঃ  অষ্ট্রেলিয়ায় সফররত বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম (বাদশা) আজ রোববার (৪ জুন) সিডনির ল্যাকাম্বায় ধানসিঁড়ি রেস্টুরেন্টের ফাংশন রুমে বগুড়া সমিতি অস্ট্রেলিয়ার নেতাদের সাথে  সৌজন্য সাক্ষাতে মিলিত হন। মেয়র বাদশাকে সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও  সন্মাননা স্মারক প্রদান করা হয়।

এ অনুষ্ঠানের নেতৃত্ব দেন ও সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন ক্রীড়াবিদ শাহ্ মোঃ এনায়েতুর রহিম (বেলাল)। সাধারণ সম্পাদক আইনজীবি নির্মাল্য তালুকদার নান্টুর পরিচালনায় এ মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বগুড়ার বিভিন্ন সমস্যা নিয়ে মেয়র বাদশার সঙ্গে আলোচনা করেন।

এসব আলোচনার মধ্যে ছিল বগুড়ার যানজট নিরসনে কার্যকরি ব্যবস্থা গ্রহণ, শহরের আনাচে কানাচে অবৈধব্যবসা ও স্থাপনা উচ্ছেদ, বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় পথচারিদের জীবন ঝুঁকিমুক্ত করার লক্ষে ওভার ব্রীজ নির্মাণ, বগুড়া শহরের রাস্তায় জনসাধারণের জীবন ঝুঁকিমুক্ত করতে বৈদ্যুতিক তারের অপসারণ, ঐতিহাসিক আলতাফুন্নেচ্ছা খেলারমাঠের সংস্কার এবং খেলাধুলার পরিবেশ তৈরি করা, নদী খেকোদের হাত থেকে করতোয়া নদীকে উদ্ধার এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনা, বগুড়ায় আভ্যন্তরীন বিমান বন্দর স্থাপন এবং শহরের ড্রেনের পানি ও ময়লা নিষ্কাশনের সঠিক ব্যাবস্থা গ্রহণ।

উপরোক্ত  বিষয় নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে মেয়র বাদশা তার সাধ্যমত সমস্যাগুলি সমাধানের আশ্বাস দেন এবং বগুড়ার জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন। সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় বগুড়া সমিতির নেতৃবর্গের মধ্য উপস্থিত ছিলেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, মোঃ ইউনুছ আলী মন্ডল, সহ-সভাপতি ডাঃ জাকির হাছান, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদুল হক বাকের, সাংস্কৃতিক সম্পাদক নাসিমা ইসলাম নাজু, সাংগঠনিক সম্পাদক রাকিব ফেরদৌস, প্রচার সম্পাদক তৈমুর রহমান লেমন, কার্যকরি কমিটির সদস্য রেজিনা রহিম ফেন্সী, মাসুমা জাকির বুলা, শাহ্ আব্দুল মতিন পপলু, সোহেল ইকবাল, রেজানুন আলম রাজিব, আক্তারুল ইসলাম প্রিন্স।

আরো উপস্থিত ছিলেন সমিতির সদস্য প্রফেসর মোঃ আবুল কালাম, ডাঃ মেজবাহ আলম নয়ন, ব্যবসায়ী নুরুল ইসলাম চৌধুরী সিপন, তাসলিমা বেগম, নন্দিতা কুন্ডু, নার্গিস মোস্তাফা, মমতাজ লিলি, জানিতা তাসনীম, জাহিদ ফারহান বান্টি, নার্গিস বানু, ফিরোজ, কিরন এবং বগুড়া থেকে আগত মেয়র পত্নী মনোয়ারা বেগম কল্পনা, ব্যবসায়ী, রোটারিয়ান ও ইউএফসি ক্লাবের সভাপতি মামদুদুর রহমান সিপন, শামসুন নাহার সীমু, ব্যাবসায়ী ও রোটারিয়ান নুরুল বাসার চন্দন এবং রোটারিয়ান মন্জুর কাদের।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD