September 27, 2023, 7:54 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন থেকে ৩৮৫ পিচ ইয়াবাসহ মো. আরাফাত হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাত ৯ টার দিকে জেলার গাবতলী থানার মহীষাবান ইউনিয়নের বড়কির ভিটা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩৮৫ পিচ ইয়াবা ও মোবাইল উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন র্যাবের স্কোয়াড কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) মো. নজরুল ইসলাম।
গ্রেপ্তার মো. আরাফাত হোসেন মহিষাবান মাস্টার পাড়ার আব্দুর রহমানের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জেলার গাবতলী থানার মহীষাবান ইউনিয়নের মহীষাবান পূর্বপাড়া গ্রামের বড়কির ভিটা বাজার থেকে মো. আরাফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি আরাফাত দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।