October 4, 2023, 1:04 am
যমুনা নিউজ বিডিঃ ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে আগামীকাল সোমবার জুন থেকে শুরু হচ্ছে জাতীয় পরিবেশ ও বৃক্ষমেলা ২০২৩। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এ তথ্য জানান। মন্ত্রী জানান, পরিবেশ মেলা চলবে ৫ জুন থেকে ১১ জুন পর্যন্ত এবং বৃক্ষমেলা চলবে ৫ থেকে ২৬ জুন এবং ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত। বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’। আর পরিবেশ মেলার এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এবং জাতীয় বৃক্ষমেলার প্রতিপাদ্য ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’। সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী জানান, রাজধানী ঢাকায় প্রতিদিন ৬৮০ দশমিক ৯০ টন প্লাস্টিক দূষণ হয়। আর ঢাকায় মাথাপিছু ১৮ কেজি প্লাস্টিক দূষণ হচ্ছে এবং সারা দেশে ৯ কেজি।