April 19, 2024, 4:14 am

অছাত্রদের হল থেকে বের করাসহ তিন দফা দাবিতে জাবি শিক্ষার্থীর অবস্থান

জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে অছাত্রদের বের করাসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে দুই দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন সামিউল ইসলাম ওরফে প্রীতম নামের এক শিক্ষার্থী। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনের খেলার মাঠে অবস্থান নেন সামিউল। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের (৪৯তম ব্যাচের) ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র।

শুক্রবার (২ জুন) বিকেল সাড়ে চারটা পর্যন্ত সামিউল সেখানেই অবস্থান করছিলেন। তার অন্য দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে গণরুম বিলুপ্ত করা ও হলের মিনি গণরুমে অবস্থান করা বৈধ ছাত্রদের আসন নিশ্চিত করা। ওই শিক্ষার্থীর অবস্থান কর্মসূচির খবর পেয়ে হলের দায়িত্বরত শিক্ষকেরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা অবস্থান নেওয়া শিক্ষার্থীর দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাসও দেন। তবে দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সামিউল। এ বিষয়ে সামিউল বলেন, আমি গত বুধবার সন্ধ্যা থেকে এখানে অবস্থান করছি। আমার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি আমার অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। মীর মশাররফ হোসেন হলের ওয়ার্ডেন অধ্যাপক সাব্বির আলম বলেন, ‘আমি গতকাল ওই শিক্ষার্থীর সঙ্গে দুবার দেখা করেছি। তাকে হল প্রশাসন থেকে আসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তার অন্য দাবিগুলোও মেনে নেওয়ার আশ্বাস দিয়েছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান বলেন, ‘আমি তাকে আসনের ব্যবস্থা করে দিয়েছি। গণরুম বিলুপ্ত এবং তার বাকি যেসব দাবি রয়েছে, তা বাস্তবায়নের জন্য সময় প্রয়োজন। সে আমাদের সময় দিতে ইচ্ছুক না। আমরা সার্বক্ষণিক তার খোঁজখবর রাখছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD