admin
- Monday, May 29, 2023 / 117 বার পঠিত
তারিকুল আলম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১ নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত রবিবার (২৮ মে) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক খান ১কোটি ৪১ লাখ ২০ হাজার ৪৭৪ টাকার এ বাজেট ঘোষণা করেন।
এ উপলক্ষে এক উন্মুক্ত বাজেট সভা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক খানের সভাপতিত্বে ও অতিরিক্ত দায়িত্ব ইউপি সচিব আবু সাঈদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিএম মোস্তফা জয়, ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার সহ আরো অনেকে ।