March 19, 2024, 8:23 am

বগুড়া পুলিশ স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির পাঠদানের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি: বগুড়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে বৃহস্পতিবার থেকে একাদশ শ্রেণির পাঠদানের উদ্বোধন করা হয়েছে। একাদশ শ্রেণীর পাঠদানের উদ্বোধন উপলক্ষে এদিন বেলা ১১টায় প্রতিষ্ঠান মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাদশ শ্রেণীর ভর্তি কমিটির আহবায়ক কাজী মোহাম্মদ মুনজুরুল হক। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ শাখার ইনচার্জ সহকারী অধ্যাপক কাওছারীন খাতুনের পরিচালনায় শিক্ষক প্রতিনিধির বক্তব্য রাখেন জ্যেষ্ঠ প্রভাষক শহিদুল ইসলাম, বিজ্ঞান শাখা ফরম শিক্ষক এএসএম সালাহ উদ্দিন, শিক্ষক  মানবিক শাখার ফরম শিক্ষক আহসান হাবীব, ব্যবসায় শিক্ষা শাখার ফরম শিক্ষক হাবিবুর রহমান, মানবিক শাখার ফরম শিক্ষক মোহাম্মদ মোস্তাকিম হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বলেন, তোমার সঠিক শিক্ষা গ্রহন করে আলোকিত মানুষ হয়ে উঠবে। মানুষের কল্যাণে নিয়োজিত হবে৷ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তোমরা আজ উচ্চ মাধ্যমিক তথা কলেজে পৌছে গেছো। স্কুল জীবনের থেকে আরও বেশি পড়াশোনায় মনোযোগী হতে হবে তোমাদের। কলেজের ভাল ফলাফল তোমাদের উচ্চ শিক্ষাগ্রহনে পাথেয় হবে। সময়ের সাথে পড়াশোনা ও ফলাফলে প্রতিযোগিতা বাড়ছে। আজকের উপস্থিত এই শিক্ষার্থীদের মাঝথেকেই মেধাবীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। যাদের হাতধরে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে  মহান মুক্তিযুদ্ধের মধ্যেদিয়ে আমাদের এই দেশ অর্জিত হয়েছে। তাই আমাদের সকলকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নিজ শ্রেণি কক্ষে প্রবেশ করে। এসময় শ্রেণি শিক্ষকগণ শিক্ষার্থীদের হাতে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ডায়েরি, কালেন্ডার ও ক্লাশ রুটিন তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD