April 26, 2024, 12:00 pm

যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি কিমের বোনের

যমুনা নিউজ বিডিঃ ইউক্রেনকে যুদ্ধ ট্যাংক দেওয়ার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং।

শনিবার (২৭ জানুয়ারি) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কিমের বোন বলেন, যুক্তরাষ্ট্র সীমা অতিক্রম করছে। তারা যদি ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে রাশিয়া মতো উত্তর কোরিয়ারও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেবে।

এর আগে, গত ২৫ জানুয়ারি ইউক্রেনকে ৩১টি যুদ্ধ ট্যাংক সরবরাহের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। একইদিনে জার্মানিও ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে।

এ দিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের জন্য ইউক্রেনকে ট্যাংক দিচ্ছে যুক্তরাষ্ট্র, এরপর তো পরমাণু অস্ত্রও দেবে। সময় নষ্ট না করে এই যুদ্ধ থামান।

উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত দুই পক্ষের বহু হতাহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD