September 20, 2024, 6:15 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার দুপুরে শহরের ঠনঠনিয়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া যুবকের নাম দিলদার আহাম্মদ ওরফে মনির (৩২)। তিনি কক্সবাজারের টেকনাফের দক্ষিণনীলা নাটমুড়াপাড়া গ্রামের বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মনিরকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।