September 16, 2024, 10:39 pm
যমুনা নিউজ বিডিঃ আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনি খেলেন চেন্নাই দলে। সেই থেকেই ভারতীয় দলের জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক সঙ্গে তামিলনাড়ুর ঘনিষ্ঠতা। সম্পর্কটা এমনই গাঢ় যে ধোনিকে নেতা হিসেবেই ডাকা হয়। ক্রিকেটের পর এবার সেই সম্পর্ক পাকাপোক্ত করতে ধোনির সংস্থা নামছে তামিল ছবি প্রযোজনায়।
স্ত্রী সাক্ষীর তৈরি করা চিত্রনাট্যে তৈরি হচ্ছে একটি পারিবারিক সিনেমা। ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে তামিল ছবিটির পরিচালনা করবেন রমেশ থামিলমনি। এই রমেশই লিখেছিলেন নয়া জমানার গ্রাফিক নভেল ‘অথর্ব’।
ধোনির ছবিতে কে কে কাজ করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। দ্রুত নাম জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন রমেশ।
রমেশ বলছেন, ‘সাক্ষীর তৈরি করা চিত্রনাট্যের নির্যাসটি পড়ে আমি উৎসাহিত হই। এটা একদম অন্য ধরনের। একটি দুর্দান্ত পারিবারিক ছবি।’
শুধু তামিলেই আটকে থাকতে রাজি নন ধোনি। তার নজর বিভিন্ন ভাষায়। তবে আপাতত তামিল দিয়েই অভিযান শুরু করছেন। তবে মূল লক্ষ্য অন্য ধারার ছবি তৈরি। সূত্র: আনন্দবাজার পত্রিকা।