March 28, 2024, 4:08 pm

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (২৬ অক্টোবর) ভোর রাতে ক্যাম্প-১০ এর সিআইসি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ জসিম। তিনি ওই ক্যাম্পের আব্দুল গফুরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, ক্যাম্প-১০ এর সিআইসি অফিসের সামনে ভোর রাতে কয়েক রাউন্ড গোলাগুলির শব্দ শোনা যায়। পরে সেখানে জসিম নামে একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। তিনি জানান, কে বা কারা গুলি করে হত্যা করেছে সেটি বের করে অপরাধীদের আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ।  এর আগে, গত ২৫ অক্টোবর সন্ধ্যায় উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পে মোহাম্মদ সালাম (৩৭) নামের এক যুবককে গুলি করে দুর্বৃত্তরা। কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি ব্লকে ৮-১০ জনের মুখোশধারী লোক এ যুবককে গুলি করে বলে জানিয়েছেন, ১৪ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD