September 16, 2024, 11:05 pm

News Headline :
বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ২ ভারতীয় নৌবাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ ইস্যু কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল, থাকবে এক মাস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তারেক রহমানের বিবৃতি ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার বগুড়া জেলাস্থ গাইবান্ধা স্টুডেন্ট এসোসিয়েশনে অভিষেক অনুষ্ঠিত আ’লীগ নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র, সেগুলো ব্যবহার হচ্ছে : রিজভী উপদেষ্টা নাহিদ-আসিফদের ‘ছাত্রশক্তি’র সব কার্যক্রম স্থগিত

বগুড়ার এসপি পরিচয়ে প্রতারণা, একজনের ১০ বছর জেল

যমুনা নিউজ বিডিঃ  বগুড়া পুলিশের এসপি (পুলিশ সুপার) পরিচয়ে এক লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয়া সোহাগ মাহমুদ বাপ্পী ওরফে রনিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২ অক্টোবর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে পৃথক দুটি ধারায় পাঁচ বছর করে মোট ১০ বছরের সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ৬ মাস করে ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।

জানা গেছে, সাজাপ্রাপ্ত আসামি সোহাগ মাহমুদ বাপ্পী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা। মামলা দায়েরের পর তিনি পুলিশের হাতে গ্রেফতার হন। কিন্তু জামিনে বের হওয়ার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন। আসামি গড় পলাতক থাকায় তার অবর্তমানেই আজ এই রায় ঘোষণা করেছে সাইবার ট্রাইব্যুনাল আদালত। তার বিরুদ্ধে সাজামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আসামি  গ্রেফতার হলে এই দুটি ধারার সাজা একটির পর আরেকটি কার্যকর হবে।

জানা গেছে, মোবাইলে বগুড়ার পুলিশ সুপার (এসপি) পরিচয় দিয়ে পুলিশ কনস্টেবল রবিউলের কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেন প্রতারক বাপ্পী। তিনি পুলিশ সুপার সেজে রবিউলকে পুলিশ লাইন্সের বাইরে গিয়ে রকেটের মাধ্যমে পৌনে দুই লাখ টাকা পাঠাতে বলেন। তার এক আত্মীয় হঠাৎ অসুস্থ হয়েছে তাই দ্রুত মোবাইল ব্যাংকিং রকেট থেকে টাকা পাঠাতে বলেন তিনি। পরে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে রবিউলের মাধ্যমে দোকানিকে টাকা পরিশোধ করা হবে। প্রতারক বাপ্পীর কথা শুনে তিনি দোকানে গিয়ে রকেট হিসাব থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা পাঠান। কিন্তু পরে আর কেউ ব্যাংক থেকে টাকা নিয়ে আসেননি। আর ওই ফোন নম্বরটিও বন্ধ হয়ে যায়। তাকে পুলিশ সুপার পরিচয়ে ফোন করা মোবাইল নম্বরে কল করতে বলেছিলেন এক এসআই।

পরে ওই এসআইও জানতে পারেন, তার সঙ্গে এসপি পরিচয়ে যে কথা বলেছেন তিনি একজন প্রতারক। প্রতারণা করার জন্যই কনস্টেবল রবিউলকে এই দায়িত্ব দিতে বলা হয়েছিল। তিনি বিষয়টি বুঝতে পেরে রবিউলকে জানান। ততক্ষণে টাকা চলে গিয়েছিল। পরে রবিউল মামলা করেন। রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী ইসমত আরা এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কনস্টেবল রবিউল ইসলাম পাবনার সাঁথিয়া উপজেলার বাসিন্দা। ২০১৯ সালের ২৮ অক্টোবর বগুড়া পুলিশ লাইনসে কর্মরত ছিলেন তিনি। ওই সময় বাপ্পীর দ্বারা পৌনে দুই লাখ টাকা প্রতারণার শিকার হন তিনি। এ নিয়ে বাপ্পীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন কনস্টেবল রবিউল। তবে ওই সময় মামলার এজাহারে আসামির নাম অজ্ঞাত রাখা হয়। পরে পুলিশি তদন্তে সোহাগ মাহমুদ বাপ্পীকে অপরাধী হিসেবে শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। পরে জামিনে বের হয়ে প্রতারক বাপ্পী আবারো গা ঢাকা দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD