April 24, 2024, 7:21 am

বাংলাদেশে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাজ্য

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন বলেছেন, বাংলাদেশে গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন জরুরি।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাইকমিশনার বলেন, ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণের জন্য হলেও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন জরুরি। তাছাড়া জাতিসংঘ ২০২৬ সালের মধ্যে যে সময়সীমা বেঁধে দিয়েছে তার জন্য হলেও বাংলাদেশে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। তবে আগামীতে দেশে কী ধরনের নির্বাচন হবে তা অবশ্যই এ দেশের জনগণ নির্ধারণ করবে।’

বিকেলে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে ব্রিটিশ হাইকমিশনারকে স্বাগত জানান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। পরে স্মৃতিসৌধ ঘুরে দেখে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন রবার্ট চ্যাটারটন।

সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম, সাভার গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আতিক আল আহসান, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়া হোসেনসহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD