September 16, 2024, 10:38 pm
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আরও প্রায় ৪০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার বিকেলে নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ বেশ কয়েকজন। উদ্ধার কাজ চলছে।