April 24, 2024, 5:42 am

ঈশ্বরদীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাহিদুল ইসলাম নিক্কন: বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪তম বার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে ছাত্রলীগের বিশাল র‍্যালি উদযাপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।সোমবার (৪ জানুয়ারি) সকাল ১১ টায় ঈশ্বরদী পৌর শহরের আকবড়ের মোড় থেকে শুরু হয়ে, কলেজ রোড,ষ্টেশন রোড হয়ে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শেষ হয়।ঈশ্বরদী উপজেলা,পৌর ও সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে এ বিশাল র‍্যালী আয়োজন করা হয়। ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আমজাদ হোসেন অবুজের নেতৃত্বে বিশাল র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহ্বায়ক যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।পরে আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্প মাল্য অর্পন করা হয়।উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সাব্বির হাসান,উপজেলা ছাত্রলীগ নেতা আশিক হায়দার বিশাল,কলেজ ছাত্রলীগ নেতা এস এম রাতুল হাসান,পাবনা জেলা ছাত্রলীগের উপমুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাঈদ সৌরভ,১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আকাশ হোসেন,৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তারেক হাসান সহ যুবলীগ,ছাত্রলীগের শত শত নেতাকর্মী প্রমুখ।উল্লেখ্য,ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বিকালে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফিরাত কামনা করে মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD