April 27, 2024, 5:10 am

‘কুপিয়ানস্ক’ শহরে ঢুকে পড়ার দাবি ইউক্রেনীয় বাহিনীর

যমুনা নিউজ বিডিঃ রাশিয়ার দখলে থাকা কৌশলগত গুরুত্বপূর্ণ কুপিয়ানস্ক শহরের ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনীয় যোদ্ধারা। গত কয়েক মাস ধরে শহরটি রুশ বাহিনীর দখলে ছিল।

কিয়েভ দাবি করেছে, পূর্ব ইউক্রেনে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে ইউক্রেনীয় সেনারা।

ইউক্রেনের বিশেষ বাহিনীর দাবি, শনিবার তাদের সেনা কর্মকর্তারা কুপিয়ানস্কে প্রবেশ করছে। এটি সব সময় ইউক্রেনের ছিল এবং থাকবে। শহরে প্রায় ২৭ হাজার সেনার ছবি প্রকাশ করে আঞ্চলিক এক কর্মকর্তা বলেন, ‘কুপিয়ানস্ক ইউক্রেনের’।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ওলেগ নিকোলেনকো সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেন, সেনারা পূর্ব ইউক্রেনের অগ্রসর হচ্ছে। আরও শহর ও গ্রাম শত্রু মুক্ত করেছে। পশ্চিমা সামরিক সহায়তার কারণেই সফলতা আসছে।

এদিকে গত সপ্তাহে দক্ষিণ ও পূর্বাঞ্চলে এক হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখলমুক্ত করার দাবি করেছে ইউক্রেন।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় সেনারা খারকিভ অঞ্চলের ৩০টির বেশি এলাকা পুনর্নিয়ন্ত্রণ নিয়েছেন।

কিয়েভ থেকে এক ভাষণে জেলেনস্কি বলেন, তার বাহিনী ‘ধীরে ধীরে নতুন বসতির নিয়ন্ত্রণ নিচ্ছে’ এবং ‘ইউক্রেনের পতাকা ও আমাদের জনগণের সুরক্ষা ফিরিয়ে আনেছে।

খারকিভ অঞ্চলে রুশ সেনাদের নেতৃত্বদানকারী এক শীর্ষ কর্মকর্তাও বলেছেন, ইউক্রেনীয় বাহিনী ‘উল্লেখজনক জয়’ পেয়েছে।

ইউক্রেনের শহরগুলো পুনরুদ্ধার করার এ ঘটনা রাশিয়াকে বিস্মিত করেছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা কর্মকর্তারা।
দৈনিক তথ্যবিবরণীতে তারা জানিয়েছে, কিয়েভের বাহিনী পূর্বে রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে ৫০ কিলোমিটার (৩১ মাইল) অগ্রসর হয়েছে।

তাদের দাবি, এই হামলার ফলে মস্কোর হাজার হাজার সৈন্য ইজিয়ামের শহরের কাছে ‘ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্ন’ হয়ে পড়েছে।

শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খারকিভ অঞ্চলকে শক্তিশালী করার জন্য সেনা সংখ্যা আরও বৃদ্ধি করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD