April 25, 2024, 11:28 am

উলিপুরে আউশের বাম্পার ফলন, কষকের মুখে হাসি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ  কুড়িগ্রামের উলিপুরে চলতি মৌসুমে আউশ ধানের বাম্পার ভালো ফলন হয়েছে। এতে খুশি কৃষক ও কৃষি বিভাগ।  কৃষি বিভাগ বলছে, আউশ ধান চাষে খরচ কম। বোরো কাটার পর এবং আমন ধান রোপণের পূর্বে জমিতে আউশ ধানের চাষ হয়ে থাকে। বিঘাপ্রতি ফলন হয় ১৫ থেকে ১৬ মণ পর্যন্ত। এবারে আউশ রোপনকৃত জমির সিংহভাগে ব্রি-৪৮ ধান চাষ করেছেন কৃষকরা। এ ধানের আয়ুষ্কাল ১৩৫ থেকে ১৪০ দিনের মতো।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মার্চের শেষে বীজ বপন, মে মাসে চারা রোপণ ও আগস্ট মাসে ধান কেটে আমন ধান সহজে রোপণ করা যায়। কোনো বিঘœ ঘটে না। অল্প সেচে স্বল্প খরচে সব মিলিয়ে ফসলটি খুবই লাভজনক। তাই উপজেলায় আউশ ধানের চাষ ক্রমেই বাড়ছে। উলিপুর পৌরসভার রাজারাম ক্ষেত্রী গ্রামের কৃষক চপল চন্দ্র বর্মন তার ৯১ জমিতে ব্রি-৪৮ জাতের আউশ ধান রোপন করেন। তিনি জানান, কৃষি অফিসের সার বীজ বাদে ধান রোপণ থেকে শুরু করে কর্তন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ২১ হাজার টাকা। ধান পেয়েছেন ৫০ মণ। প্রতিমন ধান বিক্রি করেছেন ৯৩০ টাকায়। সে হিসেবে ধানের দাম আসে ৪৬ হাজার ৫০০ টাকা। খড় বিক্রি করলে হবে ৭ হাজার টাকা। সব মিলে অতিরিক্ত লাভ হয়েছে ৩২ হাজার ৫০০ টাকা। উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়। এবারে উপজেলায় ৪২৫ হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে। ফলনও হয়েছে বাম্পার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD