June 3, 2023, 8:05 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় বিডি ক্লিনের জেলা সমন্বয়ক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম মাহবুব আলম জিয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আব্দুর রহমান টুলু, রাজাবাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অরুপ রতন শীল এবং বিডি ক্লিন রাজশাহীর আঞ্চলিক সমন্বয়ক রায়হান মাহমুদ।
নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে বগুড়া জেলার সমন্বয়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রাকিব।
এসময় ফটো সাংবাদিক সজল শেখসহ বিডি ক্লিন বগুড়ার সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
শেষে মাহবুব আলম জিয়ন নবনির্বাচিত জেলা সমন্বয়ক মোহাম্মদ রাকিবকে শপথ বাক্য পাঠ করিয়ে দায়িত্ব গ্রহণ করান।