April 20, 2024, 4:09 am

বগুড়ায় নকল ওষুধ কারখানায় অভিযান, মালিক গ্রেফতার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের পল্লীতে নকল ওষুধ কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিপুল পরিমাণ নকল ওষুধসহ বিভিন্ন সরঞ্জমাদি জব্দ, কারখানার মালিককে গ্রেফতার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে কারখানা মালিককে ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান।

জানা যায়, শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষীকোলা গ্রামে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালান করেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া সহকারী পরিচালক ওষুধ প্রশাসন শরিফুল ইসলাম মোল্লা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করাকালীন সময়ে বিপুল পরিমাণ নলক ওষুধ, নকল উৎপাদন লাইসেন্স নম্বর সহ ওষুধ উপাদনের লেবেন, কার্টুন ও বোতল কর্কসহ, বোতল সিল করার মেশিন, অবৈধ যৌন উত্তেজক ওষুধ, ২০০ বোতল ওষুধ এবং ১ বস্তা কাঁচামাল জব্দ করা হয়। এসময় কারখানা মালিক মাইনুল ইসলাম কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কারখানা মালিককে ১ মাসের স্বশ্রম কারাদন্ড প্রদান করেন।

উল্লেখ্য গত কয়েক মাস পূর্বে এই কারাখানায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানা মালিকের ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD