April 20, 2024, 2:00 am

রোটারী ক্লাব অব বগুড়ার ২২তম অভিষেক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রোটারী ক্লাব অব বগুড়ার ২০২২-২৩ রোটাবর্ষের নবনির্বাচিত কাব পরিচালনা পর্ষদের কর্মকর্তাদের অভিষেক আজ শুক্রবার সন্ধ্যায় বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ২২তম এই অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে ২০২১-২২ বর্ষের ক্লাব প্রেসিডেন্ট সৈয়দ আহমেদ কিরণ আনুষ্ঠানিকভাবে রোটারী কলার হস্তান্তরের মাধ্যমে ২০২২-২৩ বর্ষের ক্লাব প্রেসিডেন্ট ডা. মনসুর রহমানের কাছে কাবের দায়িত্বভার হস্তান্তর করেন।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য ও বিশিষ্ট লেখক ও গবেষক নুরুদ্দিন জাহাঙ্গীর। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বগুড়া পৌরসভার মেয়র মো: রেজাউল করিম বাদশা, রোটারী জেলা-৩২৮১ এর পাষ্ট গভর্ণর খায়রুল আলম, গভর্ণর ইলেক্ট আশরাফুজ্জামান নান্নু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান সামছুর রহমান তায়েফ। গত ২০২১-২২ বর্ষের বার্ষিক রিপোর্ট পাঠ করেন উক্ত বর্ষের ক্লাব সেক্রেটারী রফিকুল ইসলাম বুলবুল। উক্ত বর্ষের ক্লাব প্রেসিডেন্ট সৈয়দ আহমেদ কিরণ তার সময়ের বিভিন্ন রোটারিয়ানদের মাঝে ‘হিরো অব দা ইয়ার’ পুরস্কার বিতরণ করেন। নবনির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট ডা. মনসুর রহমান চলতি বর্ষের ক্লাব সেক্রেটারী সানাউল হক দুলালসহ অন্যান্য নির্বাচিত পরিচালনা পর্ষদের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন এবং আমন্ত্রিত অতিথিদের মাঝে ক্রেস্ট ও গিফট বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান মামদুদুর রহমান শিপন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন রোটারিয়ান পিপি সুলতানা পারভীন শ্রাবণী। অনুষ্ঠান শেষে রোটারিয়ান শফিউর রহমানের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD