June 4, 2023, 5:17 pm
যমুনা নিউজ বিডিঃ তত্ত্বাবধায়ক সরকার সাবেক উপদেষ্টা, সাবেক সচিব ডক্টর আকবর আলি খানের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এক শোক বার্তায় মির্জা ফখরুল বলেন, ডক্টর আকবর আলি খান একজন বহুমাত্রিক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। কর্ম জীবনে মাঠপর্যায়ের প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের সকল স্তরে নিষ্ঠার সঙ্গে পরিচালনা করেছেন।
এমন গুণী মানুষের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে যা সহজে পূর্ণ হবার নয়। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ড. আকবর আলি খান। ১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন আকবর আলি খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইতিহাসে পড়াশোনা করেন। পরে কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পিএইচডি করেন তিনি। মূলত আমলা হিসেবে ক্যারিয়ার শুরু করেন আকবর আলি খান। মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অবসর নেন তিনি। পাশাপাশি শিক্ষকতাও করেন। দুটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এ অর্থনীতিবিদ।